নেত্রকোনার প্রাচীনতম কিন্ডারগার্টেন স্কুল আদর্শ শিশু বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন গুরত্বপূর্ণ পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্কুলটির কয়েকশত শিক্ষার্থী এই মিলন মেলায় এসে প্রাণের বন্ধনে মিলিত হয়েছে।
স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে স্কুলটির ৪০ বছর উদযাপন উৎসব কমিটি আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে বৃহস্পতিবার সকালে শহরের সাতপাই কালিবাড়ি এলাকায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। এসময় স্কুলের শিক্ষার্থীরা বন্ধুবন্ধুর স্মরণে সমবেত গান পরিবেশন করে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে শিক্ষার্থদের নিয়ে কেক কাটেন অনুষ্ঠানের উদ্বোধক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী কান খসরু।
এরপর স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আলোচনা সভায় গুণীজন সন্মাননাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন অতিথিসহ ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। দুই দিনব্যাপী উৎসব আয়োজনের উদ্বেধানী অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ মো মাজাহারুল ইসলাম সঞ্চালনায় ও উৎসব আয়োজন কমিটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো আশরাফ আলী খান খসরু ও বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালীসহ জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, পৌর মেয়র মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, পুনর্মিলনী উৎসব কমিটির সদস্য প্যানেল মেয়র এস এম মহসীন আলমসহ রাজনৈতিক সামাজিক বিভিন্ন গুণীজনরা উপস্থিত ছিলেন।
এসময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো আশরাফ আলী খান খসরু বলেছেন, "জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবায়ন করে চলেছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বাংলাদেশকে আমরা চূড়ান্ত সমৃদ্ধের দিকে নিয়ে যাবো স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই হোক আমাদের অঙ্গীকার।"
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন