বাগেরহাটের মোংলায় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর মল্লিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার সকালে চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকায় ৫নং ওয়ার্ডের শত শত নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ করেন।
এলাকাবাসীর দাবি, স্থানীয় জনৈক রেজি লাল সরকার ইউপি নির্বাচনে পরাজিত হয়ে মেম্বার জাহাঙ্গীরের বিরুদ্ধে গত ২১ ডিসেম্বর মোংলা থানায় ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগে মামলা করেন। মানববন্ধন ও বিক্ষোভ থেকে রেজি লাল সরকারের বিচারসহ অবিলম্বে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন আসমা বেগম, সেরাপিন সরকার, সবিতা সাহা, অমর মিস্ত্রি, সালাম ব্যাপারী, সুমা বিশ্বাস ও হায়াত ইজারাদার প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর