ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের উৎস হিসাবে বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৪ জন নিবন্ধিত জেলে পরিবারকে ২টি করে ভেড়া দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আখাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে উপকারভোগী জেলেদের মাঝে এসব ভেড়া বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রৌনক জাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমবায় কর্মকর্তা দুবরাজ রবি দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোসলেহ উদ্দিন আহম্মদ প্রমুখ।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, আখাউড়া উপজেলা ১ হাজার ৪১০ জন নিবন্ধিত জেলে আছে। গত ৫ বছর যাবত ৬৮০ জনকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। ২০ জনকে ছাগল দেওয়া হয়েছে। বাকীদেরকে এ বছরের মধ্যে বাকীদের দেওয়া হবে। এ উপজেলায় সেলাই মেশিন বেশি হয়ে গেছে। এজন্য ছাগল বা ভেড়া দেওয়া হচ্ছে। আজ ৪৪ জনকে এক জোড়া করে ভেড়া দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রুনামা আক্তার বলেন, নিবন্ধিত জেলেরা যখন মাছ ধরতে পারে না সে সময় তাদের বিকল্প আয়ের জন্য সরকার গত ৫ বছর ধরে অনুদান দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাদেরকে ভেড়া দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যদেরকেও দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন