কুষ্টিয়ায় তিনতলা বাড়ির ছাদে কুমড়ো বড়ি তৈরি করতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে গিয়ে সামেলা বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে শহরের হরিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। সামেলা বেগম ওই এলাকার ইউসুফ আলীর স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতি বছর শীত মৌসুম এলেই কুমড়ো বড়ি তৈরি করে থাকেন গৃহবধূ সামেলা খাতুন। আজ বৃহস্পতিবার সকালের দিকে বড়ি তৈরি করে নিজ বাড়ির তিন তলার ছাদে রোদে শুকাতে দেয়ার একপর্যায়ে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর