সরকারের সহযোগিতায় পাহাড়ে এখন ঘরে ঘরে উদ্যোক্তার জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংষদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, উন্নয়নের জোয়ারে ভাসছে পাহাড়বাসিরা। উন্নত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রসারতি হয়েছে। পাহাড়ি অঞ্চলে নারী-পুরুষ, তরুণ-তরুণীরা এখন আর বেকার নেই। নিজেরাই আবিষ্কার করছে, নিজেদের অর্থনৈতিক পথ। ই-কমার্সের মাধ্যমে ঘরে বসে ব্যবসা প্রতিষ্ঠান চাঙ্গা করছে এ অঞ্চলে মানুষ। এসব সম্ভব হয়েছে বর্তমান সরকারের ডিজিটাল সেবার কারণে। এভারে প্রতিটি অঞ্চলে উদ্যোক্তা তৈরি হলে দেশে একটা সময় সন্ত্রাসী কর্মকাণ্ড একেবারে বিলুপ্ত হয়ে যাবে। তাই সরকারের এ সফলতাকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙামাটি ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে হিলস ই-কমার্স সম্মেলনের প্রধান অতিথি হিসেবে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এসব কথা বলেন।
হিল ই-কমার্স সোসাইটি এডমিন মনিরা পারভিন মনির সভাপতিত্বে এতে রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শাওন ফরিদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার আরও বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। পার্বত্যাঞ্চলে যেখানে একটা সময় নেটওয়ার্ক কল্পনা করা যেত না, সেখানে অনলাইনে ব্যবসা প্রসারিত করছে পাহাড়ের সন্তানরা। পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প দেশে-বিদেশে ব্যাপক সারা জাগিয়েছে। ডিজিটাল পদ্ধতিতে ই-কমার্সের মাধ্যমে ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছে এ অঞ্চলের মানুষ। আজকে সমতল আর পাহাড়ের মাঝে ই-কমার্সের মাধ্যমে উদ্যোক্তাদের মাঝে যে সেতুবন্ধন রচিত হয়েছে তা বর্তমান সরকারের বিরাট একটি সফলতা। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণসহ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
আলোচনা সভা শেষে উদ্যোক্তাদের মাঝে সম্মানা ক্রেস্ট প্রদান করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার। রাঙামাটিতে অনুষ্ঠিত হিলস সম্মেলনে সারাদেশ থেকে প্রায় শতাধিক উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শুরুর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন