কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তাদের শপথ পাঠ করান ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ওই উপজেলার ৭ ইউনিয়নের ২১ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৬৩ জন সাধারণ সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ও উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমানসহ উপজেলা কর্মকর্তাবৃন্দ।
১১ নভেম্বর ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, জেলার ফুলবাড়ী উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কাশিপুর ইউনিয়নে এক পরাজিত প্রার্থীর ভোট পুণঃগণনার আবেদনের প্রেক্ষিতে ও আদালতে মামলা প্রক্রিয়াধীন থাকায় ওই ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গেজেট প্রকাশ ও শপথ গ্রহণ স্থগিত করে চিঠি প্রদান করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা। এতে ভূরুঙ্গামারী উপজেলার ্ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হলেও ফুলবাড়ীর শপথ গ্রহণ স্থগিত থাকে।
বিডি প্রতিদিন/এএ