ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নাটোরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের সাহারাপ্লাজা রেস্তোরাঁ কনফারেন্স হল রুমে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিভিন্ন উপজেলার জেলে, মৎস্য অফিসের কর্মকর্তাগণসহ বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এই কর্মশালা হয়। কর্মশালার আলোচনা সভায় জেলা প্রশাসাক শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তোফাজউদ্দিন আহমেদ, জেলা মৎস্য অফিসার জাহাঙ্গীর আলম, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপপরিচালক মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ