সকল মাধ্যমিক-নিম্ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের নিয়ে ঝিনাইদহের মহেশপুরে দিনব্যাপী মাধ্যমিক-নিম্ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার মাধ্যমিক-নিম্ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খান চঞ্চল।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, নবনির্বাচিত নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সস্তা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মাস্টার, মাধ্যমিক-নিম্ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতির সাবেক সভাপতি আব্দুল মজিদ, হাবিবুর রহমান, মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদার, মহেশপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জান ও জিএইচ জি পি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ