জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২১-২০২২ বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। আইকিউএসি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি, ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং এপিএ ফোকাল পয়েন্ট ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ ময়নুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের (ওছঅঈ) পরিচালক প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপ-পরিচালক, উপরেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, সেকশন অফিসারসহ দুই সেশনে প্রায় শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
এছাড়াও পার্সপেক্টিভ ডিজিটাল বাংলাদেশ : স্মার্ট ভিলেজ অ্যান্ড স্মার্ট সিটি বিষয়ক অপর এক অনলাইন কর্মশালা কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেন্টার ফর স্মার্ট ভিলেজ অ্যান্ড স্মার্ট সিটি স্টাডিজ, উলস্টার ইউনিভার্সিটি, যুক্তরাজ্য ও বশেমুরকৃবি যৌথ আয়োজনে এ কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে অংশগ্রহণ করেন লিডিং ইউনিভার্সিটির (সিলেট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী আজিজুল মওলা এবং ব্র্যাক ইউনিভার্সিটির (ঢাকা) অধ্যাপক ড. মোঃ কায়কোবাদ।
বিডি প্রতিদিন/এএ