সোনা মিয়ার বয়স ৯০ পেরিয়েছে। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে বিছানায় শুয়ে দিন কাটে তার। নানাবিধ রোগে আক্রান্ত হয়ে চলাফেরা করতে পারেন না। গাড়িতে করে শুয়ে ভোট দিতে এসেছেন তিনি।
ঠাকুরগাঁও সদর উপজেলার ৫ নং বালিয়া ইউনিয়নের কুমারপুকুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। বৃদ্ধ সোনা মিয়া বলেন, 'মুই ত আর বেশিদিন বাচিমনি। এডাই মোর শেষ ভোট বুঝি। বাঁচে ত আছু সেতাহেনে ভোট টা দিবা অসিনু।'
বৃদ্ধকে কাঁধে করে নিয়ে যাওয়া কনস্টেবল তোফাজ্জাল হোসেন বলেন, বৃদ্ধ ভোটারের শারীরিক অবস্থা ভোটকেন্দ্র যাওয়ার মত উপযুক্ত ছিল না। তাই কাঁধে করে ভোট কেন্দ্রের ভিতরে ওখানে পৌঁছে দেই।
সোনা মিয়ার ছেলের স্ত্রী আমেনা খাতুন বলেন, আব্বাকে কোনভাবেই আটকানো যাচ্ছে না। উনি নিজে ওয়াসরুমে যাওয়ারও সক্ষমতা নেই। কিন্তু ভোটের কথা শুনে উনাকে আর থামানো গেল না। উনি বললো জীবনের শেষ ভোটটা কি দিতে পারব না। এ কথা শুনার পর আমরা আব্বাকে ভোট দিতে নিয়ে আসি।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সদর উপজেলার ২০ টি ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ৯৬০ জন। চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ২০৯ জন, সাধারণ সদস্য পদে ৬৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন