নোয়াখালীর বেগমগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার দুইদিন পরেও উদ্ধার হয়নি শিক্ষার্থী। এর আগে এ ঘটনায় শনিবার দুপুরে স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের আলাইয়াপুর গ্রামের বাসিন্ধা ও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে(১৫) স্কুলে যাওয়া আসার সময় প্রায় উত্ত্যক্ত করতো একই এলাকার মন্দির বাড়ির লোকমান হোসেন খোকার পুত্র বখাটে সাগর(২৩)। এর প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাতে ওই স্কুলছাত্রীকে বাড়ি থেকে সাগর জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ সময় বাড়িতে কোন পুরুষ লোক ছিলো না। এ ঘটনায় শনিবার দুপুরে স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় সাগরসহ ৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।
থানার এস.আই আওলাদ হোসেন রিকাবদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগের বাদী স্কুলছাত্রীর পিতা জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করায় বখাটে সাগরের স্বজনরা আমাদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। আমি মেয়েকে উদ্ধারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর জাহিদুল হক রনি জানান, আমরা অভিযোগ পেয়েছি, তবে মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে গেছে স্থানীয় সূত্রে জানা গেছে। তাছাড়া ইউপি নির্বাচনী দায়িত্বে থাকায় এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন