খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে সু-চিকিৎসা, দেশের মানুষের ভোটের অধিকারের জন্য নেতাকর্মীদের সকল আন্দোলন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ রবিবার খাগড়াছড়ি জেলা শহরের বৈঠক বাগানে খাগড়াছড়ি জেলা মহিলা দলের সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সংসদের কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট শাহানা আক্তার সানু।
খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ানের সভাপতিত্বে ও খাগড়াছড়ি জেলা মহিলা দলের সহ-সভাপতি শাহেনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক এমএন আবছার ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সহ-প্রচার সম্পাদক লুৎফা খাতুন স্বপ্না।
সম্মেলন শেষে কুহেলী দেওয়ানকে সভাপতি ও শাহেনা আক্তারকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের খাগড়াছড়ি জেলা মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর