ইউনিয়ন পরিষদের সদস্য পদে দুই মাসের জন্য বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। রবিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলের সখীপুরে। উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ উপনির্বাচনে তিনজন প্রার্থী অংশ নেন। মোট ১ হাজার ৪২৮ ভোটের মধ্যে ১ হাজার ৩৪টি কাস্ট হয়। এতে বিজয়ী মিজানুর রহমান তালা প্রতীকে পান ৫৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাল ফুটবল প্রতীকে পান ৩৩৩ ভোট এবং মোরগ প্রতীকে শফিকুল ইসলাম ৯২ ভোট পান।
উপজেলার গজারিয়া শান্তি কুঞ্জ একাডেমি বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ।
উল্লেখ্য, চলতি বছরের ১ জুলাই ওই ওয়ার্ডের ইউপি সদস্য নুরু মিয়া মারা যান। ফলে পদটি শূন্য হয়। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহে ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা জানান।
নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন মিল্টন বলেন, সকলের সহযোগিতায় উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন