লক্ষ্মীপুরে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণা দিয়ে ফেরার পথে পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় পুলিশ ও আনসারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ হামলার ঘটনা ঘটে।
পরাজিত মেম্বার আব্বাছ হোসেনের (তালা প্রতীকের) সমর্থকরা এই হামলা চালায় বলে আহতরা জানান। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী পুলিশ সদস্য এএসআই হামিম।
হাসপাতালে চিকিৎসাধীন ও নির্বাচনী দায়িত্ব পালনকারী আহতরা জানান, ভোট গণনার পর ফলাফল ঘোষণা শেষে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফেরার পথে তালা প্রতীকের পরাজিত প্রার্থীর সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এসময় ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা। এতে কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্য এএসআই হামিম, মাহবুবু, শামছুল ইসলাম, আনসার সদস্য শাহিনুর বেগম, আলেয়া বেগম, পিয়ারা বেগম, রুমা আক্তারসহ ১০ জন আহত হন।
বিডি প্রতিদিন/এমআই