রাজবাড়ীতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৪টি ইউনিয়নের মধ্যে বেশিরভাগে নৌকার প্রতীক মনোনীত প্রার্থীরা পরাজিত হয়েছেন। রবিবার জেলার সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ছয়টিতে নৌকা ও আটটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মূলঘর ইউনিয়নে মো. ওহিদুজ্জামান শেখ (নৌকা), চন্দনী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুর রব (নৌকা), মিজানপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টুকু মিঝি (নৌকা), খানগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ শরিফুর রহমান সোহান (নৌকা), শহীদ ওহাবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর মোহম্মদ ভূইয়া (নৌকা) ও বানিবহ ইউনিয়নে গুলিতে নিহত আব্দুল লতিফের স্ত্রী মোছা. শেফালী আক্তার (নৌকা) জয়লাভ করেছেন।
অন্যদিকে, স্বতন্ত্র পদে পাঁচুরিয়া ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মো. মজিবুর রহমান, আলীপুর ইউনিয়নের আনাসর প্রতীক নিয়ে আবু বক্কার সিদ্দিক, সুলতানপুর ইউনিয়নের মো. আশিকুর রহমান, রামকান্তপুর ইউনিয়নের মোটরসাইকেল প্রতীক নিয়ে মো. রাজিব মোল্যা, বসন্তপুর ইউনিয়নের মোটরসাইকেল প্রতীক নিয়ে মো. জাকির হোসেন সরদার, দাদশী ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মো. দেলোয়ার শেখ, বরাট ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে কাজী সামসুদ্দীন শেখ ও খানখানাপুর মো. ইকবাল হোসেন জয়লাভ করেছেন।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বলেন, রাজবাড়ী সদর উপজেলাতে খানখানাপুর, সুলতানপুর, বরাট ও পাচুরিয়াতে আমাদের প্রার্থীরা জয়লাভ করেছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, নির্বাচনে ব্যাপক ভোটারদের উপস্থিত হয়েছে। প্রায় ৮০ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দুই একটি বিছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা অনেকেই করেছেন। পুলিশ সেগুলো শক্ত হাতে দমন করেছে।
বিডি প্রতিদিন/এমআই