যশোরের অভয়নগর উপজেলায় রবিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নের মধ্যে চারটিতে নৌকা প্রতীকের প্রার্থী এবং চারটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারীভাবে জয়ী হয়েছেন।
১ নং প্রেমবাগ ইউনিয়নে নৌকা প্রতীকের মো. মফিজউদ্দিন, সুন্দলী ইউনিয়নে নৌকা প্রতীকের বিকাশ রায় কফিল, চলিশিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) সানা আব্দুল মান্নান, পায়রা ইউনিয়নে নৌকা প্রতীকের হাফিজুর রহমান বিশ্বাস, শ্রীধরপুর ইউনিয়নে নৌকা প্রতীকের এড. নাসির উদ্দিন, বাঘুটিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী তৈয়েবুর রহমান, শুভরাঢ়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. জহুরুল হক, সিদ্ধিপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল কাসেম নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন