ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ৭ ও স্বতন্ত্র (বিএনপি) ১ চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।
দাগনভূঞা উপজেলার ৭ টি ইউপির মধ্যে মাত্র ১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন নির্বাচিত হয়েছেন।
সোনাগাজীর ৭ টি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৬টি ইউপিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন, চরমজিলপুর ইউনিয়ন এম এ হোসেন, বগাদানা ইউনিয়ন আলাউদ্দিন বাবুল, চর দরবেশ ইউনিয়ন নরুল ইসলাম ভুট্রো, চর ছান্দিয়া ইউনিয়ন মোশারফ হোসেন মিলন, সদর ইউনিয়ন উম্মে রুমা, আমিরাবাদ ইউনিয়ন আজিজুল হক হিরন নির্বাচিত হয়েছেন। তাছাড়া নবাবপুর ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) জহিরুল আলম নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন