৪র্থ ধাপের ইউপি নির্বাচনে নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নে ফলাফল পাল্টিয়ে নৌকা প্রার্থীকে হারানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বতন্ত্র এক প্রার্থীকে বিজয়ী করতে ওই নৌকা প্রার্থী যোগসাজশের অভিযোগ করেছেন দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে। বিষয়টি সুরাহা করতে প্রজ্ঞাপন স্থগিত করে ওই ইউনিয়নের ব্যালট পুনর্গণনার দাবি করেছেন তিনি।
সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদন করেন সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নৌকা প্রার্থী নাসির উদ্দিন।
অভিযোগে নাসির উদ্দিন দাবি করেন, ভোট গণনা শেষে ১০টি কেন্দ্রের ফলাফলে তিনি ৯৪ ভোটে বিজয়ী ছিলেন। কিন্তু এরপর উপজেলা কন্ট্রোলরুম থেকে তার প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক প্রার্থী মইনুল হক চুনুকে ৭ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়।
ভোট গণনার আগে কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার দাবি করে তিনি বলেন, দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা যোগসাজসে চুনুকে বিজয়ী ঘোষণা করতে তার ফলাফল পাল্টে দিয়েছে। এ অবস্থায় নির্বাচনের প্রজ্ঞাপন স্থগিত করে পুনরায় ভোট গণনার দাবি করেন তিনি।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা হাসিব বিন শাহাব বলেন, নৌকা প্রার্থীর ওই দাবি সম্পর্কিত একটি আবেদন তিনি পেয়েছেন। তবে প্রিজাইডিং কর্মকর্তাদের দেয়া ফলাফল শীট অনুযায়ী ভোটের ফল ঘোষণা করা হয়েছে দাবি করে তিনি বলেন, আবেদন পেলে নির্বাচন কমিশন এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ