ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌআদালতে আত্মসমর্পণ করেছেন লঞ্চটির দু’জন মাস্টার। তাদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
এর আগে লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের মামলায় ওই লঞ্চের মালিক হামজালাল শেখসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার নৌ আদালত। ২৬ ডিসেম্বর ঢাকার নৌ আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জয়নাব বেগম এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গ্রেফতারি পরোয়ানাভুক্ত অপর আসামিরা হলেন এমভি অভিযান-১০ এর ইনচার্জ মাস্টার রিয়াজ সিকদার, ইনচার্জ ড্রাইভার মাসুম বিল্লাহ, সেকেন্ড মাস্টার খলিলুর রহমান ও আবুল কালাম, শামীম আহাম্মেদ, রাসেল আহম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বি। দুজন চালক ও দুজন মাস্টার ছাড়া বাকিরা নৌযানটির মালিক বলে জানা গেছে।