রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নির্বাচনে টাকা নিয়ে ভোটের ফল পাল্টে দেওয়ার অভিযোগ করেছেন ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী আব্দুল কাদের মিন্টু।
আজ মঙ্গলবার দুপুরে ধুলদীজয়পুর গ্রামের নিজ বাড়িতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ধুলদীজয়পুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান সরদার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর প্রার্থী কাছ থেকে মোট অঙ্কের টাকা নিয়ে ভোটের ফলাফল পরিবর্তন করেছেন।
তিনি আরও বলেন, প্রিজাইডিং অফিসার রাতে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মান্নান খাঁয়ের কর্মী মো. ইউনুছ গাইনের বাড়িতে রাত্রী যাপন করেছিল। আমার আশঙ্কা সেখান থেকে তিনি টাকা গ্রহণ করে ফল পাল্টিয়ে দিয়েছেন। আমার এজেন্ট একাধিকবার তাকে পুনরায় ভোট গণনার কথা বললে তিনি হুমকি প্রদান করেন।
তিনি আরও বলেন, বেশি বিরক্ত করলে আমাদের আটকে রাখতে পুলিশের কাছে অনুরোধ করবো। বিপুল কর্মী সমর্থক থাকার পর বড় ধরনের সংঘাত পরিহারের জন্য আমি সবাইকে সেখান থেকে ফিরে আসি। আজ গণমাধ্যমে বিষয়টি তুলে ধরলাম। পুনরায় ভোট গণনার দাবিতে পরবর্তী করণীয় গ্রহণ করবো।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, নির্বাচনের বিধি অনুযায়ী আমি সারারাত ভোট কেন্দ্রের স্কুলেই ছিলাম। আমি কোনো প্রার্থী বা কোনো এজেন্টের কাছ থেকে টাকা পয়সা গ্রহণ করিনি। ভোট শান্তিপূর্ণ গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। অভিযোগকারীদের অভিযোগ ভিত্তিহীন।
রিটার্নিং অফিসার মুহাম্মাদ মাহমুদ হাসান বলেন, প্রত্যেক প্রিজাইডিং অফিসারকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া ছিল। সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট গ্রহণ এবং গণনা করা হয়েছে। এরপরেও যদি কারও অভিযোগ থাকে তাহলে তিনি নির্বাচন ট্রাইব্যুনালে অভিযোগ বা মামলা করতে পারেন।
বিডি প্রতিদিন/আবু জাফর