কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
বুধবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ঐ ক্যাম্পের বাসিন্দা সবির আহম্মদের ছেলে কেফায়েত উল্লাহ (২২),আজিমুল্লাহ ছেলে মোহাম্মদ আলম (২৫), নাদির হোসেনের ছেলে জাকির আহাম্মদ (৪১), লাল মিয়ার ছেলে সামশু (৩২) ও শালবাগান ক্যাম্পের মৃত হাসানের ছেলে নুর মোহাম্মদ (২৫)।
এপিবিএন পুলিশের দাবি আটককৃত রোহিঙ্গারা সক্রিয় রোহিঙ্গা ডাকাত।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৭ এর ব্লক-এ/৩ এলাকায় ডাকাতি প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচ রোহিঙ্গা ডাকাতকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে দেশীয় চারটি বিভিন্ন সাইজের রামদা পাওয়া যায়।
বিডি প্রতিদিন/এএ