বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের শ্যামবাগাত এলাকায় মুনস্টার জুট মিলের সামনে ঘন কুয়াশার মধ্যে থ্রি হুইলার (মাহেন্দ্র)ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১ টার দিকে খুলনা হতে ক্বিরাত প্রতিযোগিতা থেকে ফেরার পথে হাকিমপুর মাদ্রাসার ওই তিন শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হন। এসময়ে আহত হন তি শিক্ষার্থী।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ