২৫ জানুয়ারি, ২০২২ ০১:৩০

ফুলপুরে ১১ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল উপজেলা আওয়ামী লীগ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ফুলপুরে ১১ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল উপজেলা আওয়ামী লীগ

ময়মনসিংহের ফুলপুরে দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে ১১ জনকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন ১নং ছনধরা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. আব্দুস সালাম (আনারস), ২নং রামভদ্রপুর ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ছাইফুল ইসলাম, ৩নং ভাইটকান্দি ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নাজমুল ইসলাম রিপন, একই ইউনিয়নে মোটর সাইকেল প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী উপজেলা যুব লীগের সদস্য মো. শাহজাহান, ৫নং ফুলপুর সদর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রেজাউল হক ফকির রাসেল, একই ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ৬নং পয়ারী ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হেকিম (টেলিফোন), ৮নং রূপসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. আমির উদ্দিন তালুকদার (টেবিল ফ্যান) ও ১০নং বওলা ইউনিয়নে তিনজনকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হামিদুল্লাহ খান মিন্টু (মোটর সাইকেল), ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া (চশমা) ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান শরীফ (টেলিফোন)। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর