২৮ জানুয়ারি, ২০২২ ১৬:১৫

ট্যাপেন্টাডলসহ দুই ওষুধ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

ট্যাপেন্টাডলসহ দুই ওষুধ ব্যবসায়ী গ্রেফতার

প্রতীকী ছবি

বগুড়ায় ট্যাপেন্টাডল বিক্রির অভিযোগে দুই ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের সাতমাথার খান মার্কেটের উত্তরণ ফার্মেসি থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- উত্তরন ফার্মেসির মালিক শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে আপেল মাহমুদ (৩২) এবং কর্মচারী সুজাবাদ এলাকার মোজাহার আলীর ছেলে নুরুজ্জামান ফকির (৩০)। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার ১৩৭ পিস ট্যাপেন্টাডল ওষুধ জব্দ করা হয়।
 
র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, ওষুধ এর আড়ালে দীর্ঘদিন ধরে উত্তরন ফার্মেসি ট্যাপেন্টাডল বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮ হাজার ১৩৭ পিস ট্যাপেন্টাডলসহ আপেল ও নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়। তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর