গোপাগঞ্জের মুকসুদপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য একাধিক ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগ গ্রেফতার হয় । আজ সোমবার গভীর রাতে মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়ার নির্দেশনায় সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুস সালাম এর নেতৃত্বে অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানাধীন রাঘদী ইউনিয়নের গর্জিনা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আজ সোমবার তাকে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানার ৪ টি ডাকাতি ও অস্ত্র আইনের গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ