যশোর মেডিকেল কলেজে ৫শ’ বেডের হাসপাতাল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে বেলা ১২টায় যশোর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ১৫টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১১ সালে যশোর মেডিকেল কলেজ স্থাপন করা হলেও দীর্ঘ ১০ বছরেও মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হয়নি। এ অবস্থায় মেডিকেল শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বৃহত্তর যশোর অঞ্চলের সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই অবিলম্বে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সাথে ৫শ’ বেডের হাসপাতাল চালু করার দাবি করেন তারা।
বিডি প্রতিদিন/ফারজানা