বাগেরহাটের মোরেলগঞ্জে একদিনের প্রাণিসম্পদ প্রদর্শনীতে দর্শক সমাগম হয়েছে। বুধবার সকাল ১১টায় আনুষ্ঠানকিভাবে প্রদর্শনীর উদ্বোধন করনে উপজলো চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজলো নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মলে হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা পুতুল ও জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা। সভা পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান। প্রদর্শনীতে ২৫টি ষ্টল অংশগ্রহণ করেছে।
বিডি প্রতিদিন/এএ