মানিকগঞ্জ সদর উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সদর উপজেলার গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহাবুবুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত অফিসার আব্দুর রউফ সরকারসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ।
বিডি প্রতিদিন/এএ