আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ রবিবার সকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আজহার মিয়া (৪৫)। তিনি গৌরীপুর গ্রামের মৃত আয়দার আলীর ছেলে। আজহার পেশায় মালবাহী নৌকার মাঝি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মুছাপুর গ্রামের পাঠান বাড়ি ও মোল্লা বাড়ির মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গত কয়েক দিন আগে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রবিবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই আজহার মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অনন্ত পাঁচজন।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে এক যুবক নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ