সাতক্ষীরার তালা উপজেলার মাগুরায় র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম মোঃ আতাউর রহমান (৪৯)। সে তালার মুড়াগাছা গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ এপ্রিল র্যাব সদস্যরা তালা থানার মাগুরা ইউনিয়নের মাগুরা গ্রামে অভিযান চালায়। এ সময় উক্ত ব্যক্তিকে জাল নোটসহ হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে তালায় থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ