কক্সবাজারের উখিয়ায় আমদানি নিষিদ্ধ ৯০০ ক্যান এনার্জি ড্রিংক ও ২৯৬ প্যাকেট বিদেশি সিগারেটসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৫। তাদের মধ্যে মিয়ানমারের নাগরিক রয়েছেন একজন। মঙ্গলবার রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালংয়ের পশ্চিম পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন-উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ই-১ ব্লকের মৃত নুরুল আমিনের ছেলে মাহমুদুল্লা প্রকাশ ইসমাইল (২৬) ও উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা এলাকার মৃত হাছু মিয়ার ছেলে মোস্তাক আহম্মদ (৩২)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন জানান, মঙ্গলবার রাতে গোপন সূত্রে আমদানি নিষিদ্ধ এনার্জি ড্রিংক ও বিদেশি সিগারেট মজুদের খবর পেয়ে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা আমদানি নিষিদ্ধ এনার্জি ড্রিংক ও বিদেশি সিগারেট জব্দ করা হয়। আটক দুইজনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে এজাহার দাখিল করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই