চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর গ্রামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধা নিহত হয়েছে। বুধবার সকালে রাস্তার পাশে বৃদ্ধাকে পড়ে দেখে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে রাতে কোনো পরিবহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, সকালে স্থানীয়রা সঙ্গাহীন অবস্থায় বৃদ্ধাকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেসময় কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএ