একদল কুকুরের আক্রমণে দিনাজপুরের বীরগঞ্জের একটি খামাড়ের ৭টি ভেড়ার মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও পাঁচটি ভেড়া। মঙ্গলবার বিকেলে বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের নতুনহাট গ্রামের বকুল চন্দ্র রায়ের খামারে এ ঘটনা ঘটে।
এ ঘটনার খবর পেয়ে বুধবার সকালে বীরগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গণি আহত ভেড়াগুলোকে উদ্ধার করে নিজ দপ্তরে চিকিৎসা সেবা প্রদান করেন। আহত ভেড়াগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে প্রাণীসম্পদ অধিদপ্তর।
খামার মালিক বকুল চন্দ্র রায় জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে একটি ভেড়ার খামার গড়ে তোলেন তিনি। সেখানে ১৪টি ভেড়া রয়েছে। মঙ্গলবার বিকেলে হঠাৎ একদল কুকুর ভেড়ার খামারে আক্রমণ চালায়। এতে খামারে ৭টি ভেড়ার মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচটি ভেড়া গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে বুধবার সকালে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গণি আহত ভেড়াগুলোকে উদ্ধার করে নিজ দপ্তরে চিকিৎসা প্রদান করেন।
বীরগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গণি জানান, আহত ভেড়াগুলোকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত নয়। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।
এ ব্যাপারে বীরগঞ্জের নিজপাড়া ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস বলেন, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। উচ্চ আদালতের নির্দেশনা থাকার কারণে কুকুর নিধন বন্ধ রয়েছে। তবে জনগণের জানমাল রক্ষার্থে কুকুরের হামলা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই