রংপুরের কাউনিয়ায় প্রথম শ্রেণির দুই স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে লাইজু বেগম ওরফে স্বপ্না নামে এক মহিলার ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড দেয়া হয়। বুধবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক এম আলী আহমেদ এই আদেশ দেন। এসময় আসামী পলাতক ছিলেন।
সরকার পক্ষের আইনজীবী তাজেবুর রহমান লাইজু জানান, ২০১০ সালের ৫ আগস্ট কাউনিয়া উপজেলার ধর্মেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর দুই শিক্ষার্থী শাহিমা (৭) জিনাত জাহানকে (৭) স্কুলে যাবার পথে অপহরণ করেন স্বপ্না নামের এক নারী । ঘটনার দিনই অপহরণ হওয় দুই শিশু ও স্বপ্নাকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় শাহিমার বাবা মোঃ ফেরদৌস বাদী হয়ে ঘটনার দিনই কাউনিয়া থানায় একটি অপহরণ মামলা করেন। অপর শিক্ষার্থী জিনাত জাহান ফেরদৌসের ভাইয়ের মেয়ে। মামলায় একমাত্র আসামী করা হয় লাইজু বেগম স্বপ্নাকে। পরবর্তিতে স্বপ্না জামিনে মুক্ত হয়ে গা ঢাকা দেন। স্বপ্না মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এলাকার বকশি পাড়ার শওকত আলীর মেয়ে।
আদালত সুত্র জানিয়েছে, এ ঘটনায় কাউনিয়া থানার এসআই আমিনুল ইসলাম ২০১০ সালের ৮ ডিসেম্বর একটি অভিযোগ দাখিল করেন, তাতে ১৫ জনকে সাক্ষি করা হয়। কিন্তু আদালতে সাক্ষ্য দিয়েছেন ১৩ জন। স্বপ্না রানি জামিন নেয়ার পর থেকেই পলাতক থাকায় সরকার পক্ষ তার মামলাটি পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/এএ