খুলনার ফুলতলায় এমএম কলেজের শিক্ষার্থী সৈয়দ আলিফ রোহান হত্যায় প্রধান দুই আসামি তাছিন মোড়ল ও সাব্বির ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম ইলিয়াস হোসেন তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার রাতে ঢাকার আশুলিয়া গাজীর চট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ নিয়ে হত্যা মোট তিনজনকে গ্রেফতার করা হলো।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজে অধ্যয়ণরত তাছিন ও সাব্বিরসহ কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর সিআইডির একটি চৌকস টিম ঢাকার আশুলিয়া গাজীর চট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে।
উল্লেখ্য, ৩১ মার্চ দুপুরে ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলিফ রোহান নিহত হয়। পরদিন বিকালে নিহতের পিতা সৈয়দ আবু তাহের বাদী হয়ে ফুলতলা থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ ফুলতলা বাজারের গুড় ব্যবসায়ী দীপক সাহার ছেলে এজাহারভুক্ত দীপ্ত সাহাকে (২১) গ্রেফতার করে। সে হত্যাকাণ্ডে জড়িত দাবি করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
বিডি প্রতিদিন/এএম