গাজীপুরের শ্রীপুরে ইটবাহী লরি উল্টে চালক নিহত হয়েছে। বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের গোলাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় লরিটি চালাচ্ছিলেন চালকের সহকারী।
নিহত লরি চালক সাগর মিয়া (২১) ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই এলাকার খোরশেদ আলীর ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অমল বিশ্বাস জানান, বালিয়াপাড়া গোলাঘাট এলাকার রেল লাইন অতিক্রম করার সময় হঠাৎ করে লরির সামনের অংশ ওপরে উঠে যায়। লরিটি চালাচ্ছিলেন চালক সাগরের সহকারি, এতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। এ সময় পাশে বসা চালক সাগর চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ