টাঙ্গাইলের সখীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক রফিকুল ইসলাম (২৬) ও কাউসার আহমেদ (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা-সখীপুর সড়কের বোয়ালী বাজারের পিক-আপের নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ চালক ও মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় স্কুল ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় কেউ বাদী না থাকায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাতে একটি পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি আম গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই পিককাপ চালক রফিকুল ইসলামের মৃত্যু হয়। সে বরিশাল জেলার আগুলজাইরা উপজেলার রাঙতা গ্রামের ফারুক মিয়ার ছেলে।
এদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে কাউসার আহমেদ নামের এক স্কুলছাত্র চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। সে কালিয়ান গ্রামের বেলু মিয়ার ছেলে এবং কালিয়ান উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
বিডি প্রতিদিন/এএম