বগুড়ার আদমদীঘির সান্তাহারে কৃষকের গোয়ালঘরে লাগা আগুনে পুড়ে তিনটি গরু মারা গেছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের তারাপুর গ্রামের কৃষক আমজাদ মন্ডলের গোয়ালঘরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক আমজাদ ওই গ্রামের মৃত আইয় মন্ডলের ছেলে।
কৃষক আমজাদ হোসেন বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালঘরে চারটি গরু রশি দিয়ে বেঁধে ঘুমাতে যাই। দিবাগত রাত ৩টার সময় গোয়ালঘরে আগুনের লেলিহান শিখা দেখে আমাদের ঘুম ভাঙে। এরপর চিৎকার শুরু করি। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। এসময় আমাদের একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিনটি গরু পুড়ে সেখানেই মারা যায়। অপর একটি আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জবাই করা হয়েছে।
সান্তাহার পৌর শহরের তারাপুর গ্রামের কাউন্সিলর মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ওই রাতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গোয়াল ঘরে আগুনের সূত্রপাত ঘটে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ