‘সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে বুধবার কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে।
জেলা ক্রীড়া কার্যালয়ের আয়োজনে জেলা স্টেডিয়াম চত্বর থেকে খেলোয়াড়দের নিয়ে বুধবার সকালে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে স্টেডিয়াম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম। জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র কাজিউল ইসলাম, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, সহ-সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান টিটু, লিপি বেগম। পরে সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।
বিডি প্রতিদিন/নাজমুল