জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক মরহুম জাফরুল হাসানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে জেলা শ্রমিক দলের ব্যানারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজীর সভাপতিত্বে অলোচনা সভা ও দোয়া-মোনাজাতে প্রধান অতিথি ছিলেন দক্ষিন জেলা বিএনপি’র আহ্বায়ক মজিবুর রহমান নান্টু।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহসাধারন সম্পাদক এমজি ফারুক, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর শ্রমিকদল ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম আকন, মো. নান্নু মিয়া, জয়নাল আবেদীন বাচ্চু, তারেকুল ইসলাম তারেক, মাসুম হাসান ও উজিরপুর পৌর শ্রমিক দলের সভাপতি মো. সোলাইমান মিয়া।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ