‘ঈদকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কেউ কোনো প্রকার চাঁদাবাজি করতে পারবে না। কোনো কারণ ছাড়া হাইওয়ে পুলিশ কোনো গাড়িকেই সিগন্যাল দেবে না। তাছাড়া কোনো সংগঠন বা সংস্থার নামে কেউ চাঁদাবাজি করতে পারবে না। কারও বিরুদ্ধে চাঁদাবাজির কোনো প্রকার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বুধবার সকালে হাইওয়েতে চাঁদাবাজি বন্ধের বিষয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশ প্রধান মল্লিক ফকরুল ইসলাম জুম মিটিংয়ে এই নির্দেশনা দেন। দুপুরে ভালুকা প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান কামাল, সাবেক সাধারণ সম্পাদক আক্কাছ আলী, কালের কণ্ঠের প্রতিনিধি মোখলেছুর রহমান মনিরসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন জানান, ‘পুলিশ সদস্য বা কোনো সংগঠনের নামে রাস্তায় কেউ কোনো প্রকার চাঁদাবাজি করতে পারবে না। ঈদে ঘরমুখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে বিষয়ে আমরা সদা প্রস্তুত থাকব।’
বিডি প্রতিদিন/এমআই