মুন্সীগঞ্জে প্রয়াত আইনজীবী পরিবারদের আর্থিক সহায়তা দিয়েছে জেলা আইনজীবী পরিষদ। সংগঠনটির কার্যকরী কমিটি বুধবার বিকালে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ৬ টি পরিবারের মাঝে এই সহায়তা প্রাদন করা হয়।
জেলা আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আলম বলেন, ‘জেলা আইনজীবী পরিষদ বরাবরের মত আইনজীবী ছাড়াও সর্ব সাধারণ মানুষের পাশে থেকে সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আমাদের প্রয়াত ৬ আইনজীবীর পরিবারদের মাঝে ৫০ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে।’
সহায়তা প্রধান অনুষ্ঠানে জেলা বারের সভাপতি এ্যাডভোকেট অজয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আলমের সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন, বারের সহ-সভাপতি এ্যাডভোকেট নাসিম আক্তার সুমন, মজিবুর রহমান শেখ, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ জাকারিয়া ইসলাম কাঞ্চনসহ কার্যকরী সদস্যগণ।
বিডি প্রতিদিন/নাজমুল