সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টাংনির হাওরে বাঁধ ভেঙে পানি ঢুকছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে জারুলিয়া খেয়াঘাট সংলগ্ন ফসলরক্ষা বাঁধ ঢলের পানির চাপে ভেঙে যায়।
বাঁধটি ভেঙে যাওয়ায় তলিয়ে যাওয়ার হুমকিতে পড়েছে হাওরের ১৮০০ হেক্টর জমির বোরো ফসল। এর পর থেকে বাঁধটি মেরামতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন স্থানীয় কৃষকরা।
কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একরার হোসেন বলেন, ‘বেলা আড়াইটার দিকে আমি অন্য একটি বাঁধ পরিদর্শনে ছিলাম, তখন খবর পেলাম জারুলিয়া খেয়াঘাট এলাকায় বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকছে। এর পর স্থানীয় কৃষকদের নিয়ে প্রশাসনের সহযোগিতায় বাঁধটি ভাঙা অংশ আবার বাঁধতে শুরু করি। আশা করি ইতিবাচক কিছু একটা হবে।’
বিডি প্রতিদিন/নাজমুল