বগুড়ার কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই তৈরি করায় দুই সেমাই কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুদুর রহমানের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভাই-ভাই লাচ্চা সেমাই কারখানায় ৩০ হাজার ও আলহেরা লাচ্চা সেমাই কারখানায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার মাছুদুর রহমান বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আবু জাফর