বরিশালের বাবুগঞ্জে মামলার বাদী ও আসামির ঘরে পাল্টাপাল্টি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় দক্ষিণ ভুতেরদিয়া নতুন চর গ্রামে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে মামলার আসামি আমীর আলী হাওলাদারের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঘরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে বুধবার রাতে দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের মৃত আমজাদ আলী হাওলাদারের স্ত্রী মাসুদা বেগমের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনটি ছাগলসহ বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়ায় একটি মামলা হয়। বৃহস্পতিবার মাসুদা বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা চার/পাঁচজনকে আসামি করে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আমির আলী ওই মামলার আসামি। বুধবারের আগুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুদা বেগমের দুই জাঁ (স্বামীর ভাইয়ের স্ত্রী) রাজিয়া বেগম (৩৫) ও জাহানারা বেগমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মামলার অন্য আসামিরা ঘটনার সময় থেকে পলাতক।
আমির আলী এবং আমজাদ আলীর পরিবারে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি একটি ঘর তোলাকে কেন্দ্র করে এ বিরোধ আরও তীব্র হয়।
বিডি প্রতিদিন/কালাম