রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ট্রাকের ধাক্কা লেগে ব্যাটারি চালিত একটি রিকশা ট্রাকের নিচে চলে যায়। এতে করে ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা যায়।
শনিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সকালে কুষ্টিয়া মেট্রো ট-১১-২২৫৩ নামের একটি ট্রাক দৌলতদিয়া ফেরিঘাট থেকে গোয়ালন্দ মোড়ের দিকে আসছিলো। অন্যদিকে, গোয়ালন্দ বাজার থেকে একটি ব্যাটারি চালিত রিকশা দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাওয়ার সময় ধাক্কা লাগে। ধাক্কায় রিকশাটি ট্রাকের নিচে চলে যায়। এ সময় এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন