বগুড়ায় ট্রাকের ধাক্কায় মাহবুবুর রহমান ফারুক (৬৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে বগুড়া-সান্তাহার সড়কে কাহালু উপজেলার বিবিরপুকুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান দুপচাঁচিয়া উপজেলার খিয়ালী মধ্যাপড়া গ্রামের মৃত আইজ উদ্দীনের ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করেছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি আমবার হোসেন।
ওসি আমবার হোসেন জানান, মাহবুবুর রহমান মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি থেকে বগুড়ায় আদালতে যাচ্ছিলেন। পথিমধ্যে কাহালু উপজেলার বিবিরপুকুর নামকস্থানে সড়কে স্পিডব্রেকারে গতি কমিয়ে দেন। এসময় পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলসহ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহবুবুর রহমান মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, বগুড়া বার জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রিয়াজুল জান্নাত প্রিন্স জানান, সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমানের মৃত্যুতে বগুড়া জেলা আইনজীবী সমিতি শোকাহত। তার প্রতি সম্মান রেখে আগামীকাল আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ