মাগুরা সদর উপজেলায় শনিবার সকালে কৃষকদের মাঝে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন ও পাওয়ার টিলারসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবির, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম।
এ সময় ধান কাটা মাড়াই ও বস্তাজাত করার কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন, দু’টি পাওয়ারটিলার মেশিনসহ কৃষিতে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি বিতরণ করেন।
বিডি প্রতিদিন/কালাম