চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগ কর্মীদের ওপর বিএনপি কর্মীদের হামলায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের তেলীপাড়া বাজারে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাঙ্গাবাড়ি ইউনিয়নের তেলীপাড়া বাজারে ছাত্রলীগের কয়েকজন কর্মী বসেছিল। এমন সময় পূর্ব শত্রতার জের ধরে বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শহিদুল ইসলামের একদল সমর্থক লাঠসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়। এদের মধ্যে ছাত্রলীগ নেতা রনি ও স্বপন এবং বিএনপি কর্মী হানিফ গোমস্তাপুর উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাদি হয়ে বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখ করে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর থানার এসআই অমিত দেবনাথ জানান, এ ঘটনায় বিএনপি কর্মী হানিফকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ