নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, সারাদেশে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু ও রাজশাহীতে কৃষক হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনাইটেড কমিউনিস্ট লীগ এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মাক্সবাদী) বরিশাল জেলা কমিটির ব্যানারে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন, একে আজাদ, উপাধাক্ষ হারুনর রশিদ, বীরেন রায় ও জাফর তালুকদার প্রমুখ। সমাবেশ শেষে একই দাবীতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ